বাণী..
মওলানা ভাসানী শিক্ষা ব্যবস্থায় ব্যতিক্রমধর্মী চিন্তাধারা নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৯৭৫ সালে ইসালামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন।
এ কলেজের মূল লক্ষ্য হচ্ছে একটি পরিপূর্ণ শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গড়ে তোলা। ডিজিটাল ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এই প্রতিষ্ঠানের পবিত্র দায়িত্ব।
বিগত সময়ে এ কলেজ হতে ছাত্র-ছাত্রীরা বোর্ড পরীক্ষায় গৌরবোজ্জ্বল ও স্মরণীয় ফলাফলের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডে ১ম, ২য় ও ৩য় স্থানসহ সর্বমোট ১৭জন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় স্থান দখল করে এ প্রতিষ্ঠানের সুনাম বহুগুণে বৃদ্ধি করেছে। এ কলেজের সামগ্রিক ফলাফলও প্রশংসনীয়। বোর্ড পরীক্ষায় গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর হতে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী GPA-5 সহ ভাল ফলাফল অর্জন করে প্রকৌশল, মেডিক্যালসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে তাদের যোগ্যতা প্রমাণ করতে
সক্ষম হয়েছে। বিশেষ করে এ কলেজের ছাত্র-ছাত্রীরা সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে লেখা-পড়া করছে। বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক স্তর এতই গুরত্বপূর্ণ যে, ইহা একজন শিক্ষার্থীর জীবনে সফলতা অর্জনের দ্বার উন্মোচন করে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ হতে সঠিকমানের শিক্ষা দিয়ে সেই সফলতার দ্বারকে উন্মোচন করতে বদ্ধ পরিকর। আর তাই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের শিক্ষকগণ শিক্ষাবোর্ডের সিলেবাসের আলোকে এবং কলেজের পরীক্ষা অনুসারে পাঠ-পরিকল্পনা প্রণয়ন করেছেন; যা অনুসরণের মাধ্যমে একজন শিক্ষার্থী তার অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে। সম্মানিত শিক্ষকবৃন্দকে পাঠ-পরিকল্পনা প্রণয়ন ও প্রকাশনার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। শিক্ষার্থীগণ অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে পরিকল্পিত অধ্যয়নের সুযোগ লাভ করে ভাল ফলাফল অর্জনসহ যোগ্য ও আদর্শ নাগরিক
হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ্।
(মোঃ দেলোয়ার হোসেন)
Total Visitors:
Current Users: